বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। এই পর্বেও নিজেদের দাপট দেখিয়েছে রংপুর রাইডার্স। ৯টি ম্যাচ খেলে ৮টি জিতে তারা ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে।
চট্টগ্রাম পর্বে রংপুর একমাত্র হার স্বীকার করেছে দুর্বার রাজশাহীর কাছে। তবে অন্য সব ম্যাচ জিতে তারা নিজেদের শক্তি প্রমাণ করেছে।
বিপিএল পয়েন্ট টেবিল:
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট |
---|---|---|---|---|
রংপুর রাইডার্স | 9 | 8 | 1 | 16 |
ফরচুন বরিশাল | 8 | 6 | 2 | 12 |
চিটাগং কিংস | 9 | 5 | 4 | 10 |
খুলনা টাইগার্স | 9 | 4 | 5 | 8 |
দুর্বার রাজশাহী | 10 | 4 | 6 | 8 |
ঢাকা ক্যাপিটালস | 10 | 3 | 7 | 6 |
সিলেট স্ট্রাইকার্স | 10 | 2 | 8 | 4 |
পয়েন্ট টেবিলে অন্যান্য দল:
- ফরচুন বরিশাল: রংপুরের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। ৮টি ম্যাচে ৬টি জিতে তারা ১২ পয়েন্ট অর্জন করেছে।
- চিটাগং কিংস: ঘরের মাঠে খেলা সত্ত্বেও চিটাগং কিংস তৃতীয় স্থানে রয়েছে। ৯টি ম্যাচে ৫টি জিতে তারা ১০ পয়েন্ট অর্জন করেছে।
- খুলনা টাইগার্স: খুলনা টাইগার্স চতুর্থ স্থানে রয়েছে। ৯টি ম্যাচে ৪টি জিতে তারা ৮ পয়েন্ট অর্জন করেছে।
- দুর্বার রাজশাহী: রাজশাহী পঞ্চম স্থানে রয়েছে। ১০টি ম্যাচে ৪টি জিতে তারা ৮ পয়েন্ট অর্জন করেছে।
- ঢাকা ক্যাপিটালস: ঢাকা ছয় নম্বরে রয়েছে। ১০টি ম্যাচে ৩টি জিতে তারা ৬ পয়েন্ট অর্জন করেছে।
- সিলেট স্ট্রাইকার্স: সিলেট স্ট্রাইকার্স টেবিলের তলানিতে রয়েছে। ১০টি ম্যাচে মাত্র ২টি জিতে তারা ৪ পয়েন্ট অর্জন করেছে।
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পরবর্তী পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে। এই পর্বে কোন দল চ্যাম্পিয়ন হবে তা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বিডি প্রতিদিন/আশিক