ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেছেন অভিষেক শর্মা। ম্যাচটিতে তার ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস এখনো চোখে ভাসছে সবার। সেদিন ড্রেসিংরুমে বসেই নিজের দলের বোলারদের নাস্তানাবুদ হওয়ার দৃশ্য দেখেছিলেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এবার অভিষেককে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন ইংলিশদের কোচ।
ওই ম্যাচে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন অভিষেক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন ব্যাট হাতে অভিষেক হাঁকান সাত চার ও ১৩টি ছয়।
এরপরই ম্যাকালাম বলেন, প্রথমত আমি বলব টি-টোয়েন্টি ক্রিকেটে এটা অন্যতম সেরা একটা ইনিংস। সে এই পারফরম্যান্সটা সাদামাটা বোলারদের বিরুদ্ধে করেনি।
তিনি বলন, আমি খুবই বাস্তববাদী, তাই যখন কেউ এ রকম একটা অনবদ্য ইনিংস খেলছে দেখে তাকে আটকানোর সব চেষ্টাই করা হয়। কিন্তু কোনো প্ল্যানই কাজে লাগে না, তখন বুঝতে হয় ওকে সত্যিই আটকানো যাবে না। এই ফরম্যাটে আমরা আরও কয়েকজন ক্রিকেটারকে দেখেছি এ রকম মারকুটে ইনিংস খেলতে। যেমন ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ... আমার মনে হয় অভিষেক শর্মাও তাদের দলেই নাম লেখাচ্ছে।
ওই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পাশাপাশি সবচেয়ে বেশি ছয় মারার নজিরও গড়েন অভিষেক।
বিডি প্রতিদিন/কেএ