ডান পায়ের হাঁটুতে অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) আঘাতের কারণে এ মৌসুমে আর মাঠ নামতে পারবেন না টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার রাডু ড্রাগুসিন।
গত সপ্তাহে ইউরোপা লিগে এলফসবার্গের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। পরে অস্ত্রোপচারও করতে হয়েছিল ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের। এবার জানা গেল, এসিএলের চোটে বাকি মৌসুম থেকে ছিটকে গেলেন তিনি। তিনি কমপক্ষে ছয় মাস মাঠের বাইরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে টটেনহ্যাম বলছে, ড্রাগুসিনকে আমাদের মেডিকেল টিম দ্বারা মূল্যায়ন করা হবে যে, তিনি কখন প্রশিক্ষণে ফিরতে পারবেন।
টটেনহ্যামের হয়ে শেষ ২৩টি ম্যাচের ২১টিতেই শুরুর একাদশে ছিলেন ড্রাগুসিন। তবে, চোটে পড়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে দর্শক হয়েই কাটাতে হবে তাকে।
বিডি প্রতিদিন/কেএ