সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। আজ রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
শুরুতে ব্যাটে নেমে দারুণ শুরু এনে দেন ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। ৮১ রানের জুটি গড়ে দলকে দুর্দান্ত সূচনা দেন তারা। ডাকেট ৫৬ বলে ৬৫ রান করে আউট হন রবীন্দ্র জাদেজার বলে, আর সল্টকে ফেরান অভিষিক্ত বরুণ চক্রবর্তী। যদিও বরুণ বল হাতে খুব একটা কার্যকর ছিলেন না, ১০ ওভারে ৫৪ রান খরচায় একটি মাত্র উইকেট নেন।
ইংল্যান্ডের রানের গতি কিছুটা কমে গেলেও জো রুটের ৬৯ রানের ইনিংস দলকে শক্ত ভিত্তি দেয়। হার্দিক পান্ডিয়া বাটলারকে ৩৪ রানে ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দিলেও, শেষের দিকে লিয়াম লিভিংস্টোন ঝড় তোলেন। ৩২ বলে ৪১ রান করে শেষ ওভারে রান আউট হন তিনি। তার সঙ্গে আদিল রশিদ ৫ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।
ভারতের বোলারদের মধ্যে জাদেজা ৩ উইকেট নিলেও শামি (৭.৫ ওভারে ৬৬ রান) ও হর্ষিত (৯ ওভারে ৬২ রান) বেশ ব্যয়বহুল ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা