২৪ অক্টোবর, ২০২১ ১১:১৯

শারজাহর উইকেট অনেকটা ঢাকার মতো: টাইগার কোচ

অনলাইন ডেস্ক

শারজাহর উইকেট অনেকটা ঢাকার মতো: টাইগার কোচ

রাসেল ডমিঙ্গো (ফাইল ছবি)

আজ সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় ৪টা) খেলা শুরু হবে। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তারপরও আজ আশাবাদী টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা কয়েক মাস আগেও খেলেছি। বেশ কিছু মধুর স্মৃতি আছে। ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। টেস্টেও আমরা ভালো করেছি। তবে এটা অন্যরকম একটা ফরম্যাট। শুধু এটা বলতে চাই, আমাদের দলটা খুবই ব্যালান্স। আমাদের বিশ্বমানের কয়েকজন বোলার আছেন। ভয়ংকর কয়েকজন ব্যাটসম্যানও আছে। তা ছাড়া সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আছে আমার দলে।’

টি-২০তে বাংলাদেশ দলের একটা বড় সমস্যা হচ্ছে পাওয়ার প্লে সঠিকভাবে কাজে লাগাতে না পারা। সে কারণে অনেক সময় বড় স্কোর হয় না। তবে আগের ম্যাচে প্রথম ছয় ওভারে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ দল। পাওয়ার প্লেতে ওভার প্রতি রানের গড় আটের কাছাকাছি ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধেও পাওয়ার প্লে কাজের লাগানোর ওপর বাড়তি নজর দিচ্ছে ডমিঙ্গো। খেলা শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে বলে ডমিঙ্গোর আশার ফানুসটা অনেক বড়। 

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এখানকার উইকেট অনেকটা ঢাকার মতো। আর এই বিষয়টাই আমাদের ভালো করতে অনুপ্রাণিত করতে পারে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর