সম্প্রতি লেনোভো তাদের আসন্ন কে৪ নোট স্মার্টফোন বাজারে আসার খবর স্বীকার করেছে। এটি আসছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) ক্ষমতা সাথে নিয়ে। একটি টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
মাত্র কিছু দিন আগে চাইনিজ কোম্পানিটি জানিয়েছিল যে, কে৪ নোট নামের হ্যান্ডসেটটিতে থাকবে ৩ গিগাবাইট র্যাম। আর এখন টুইট থেকে কে৪ নোট সম্পর্কে বাড়তি কিছু তথ্য জানা গেল।
কে৩ নোটের উত্তরসূরী হিসেবে লেনোভোর এই স্মার্টফোনটি আগামী ৫ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে বলে সূত্রে জানা গেছে। ফোনটি বাংলাদেশে আসতে আর কিছুদিন সময় লাগতে পারে।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ