অবশেষে বন্ধ হচ্ছে ইয়াহু মেসেঞ্জারের পুরনো সংস্করণ। বিষয়টি নিশ্চিত করেছে ইয়াহু। ১৮ বছরের পুরনো এ মেসেঞ্জারটি আগামী ৫ আগস্টের পর থেকে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ইয়াহু।
নির্দিষ্ট সময়ের পর অ্যাপটিতে চ্যাট সুবিধা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ইয়াহুর চিফ আর্কিটেক্ট অ্যামোটজ মাইমন।
এ জন্য পুরনো সংস্করণের মেসেঞ্জার অ্যাপলিকেশনের পরিবর্তে গত বছরের ডিসেম্বরে বাজারে আসা নতুন সংস্করণের মেসেঞ্জার অ্যাপলিকেশনটি ব্যবহার করতেও অনুরোধ জানান তিনি।
কম্পিউটারের পাশাপাশি আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা অ্যাপটিতে ইয়াহুর ছবি বিনিময়ের সাইট ফ্লিকার ও টাম্বলারের বিভিন্ন সুবিধা যুক্ত থাকায় সহজেই উচ্চ রেজল্যুশনের ছবি বিনিময় করা সম্ভব।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৬/হিমেল-২০