ড্রোন নিয়ে বৃহৎ পরিসরে চিন্তা করছে জাপান। সে লক্ষ্যেই দেশটি ২০২০ সালের মধ্যে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ এবং ২০২২ সালের মধ্যে স্বচালিত ট্রাকের বাণিজ্যিকীকরণ নিয়ে নীতিমালা বাস্তবায়নের পরিকল্পনা করছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
জানা গেছে, সাময়িকভাবে কিছু প্রতিষ্ঠানের জন্য সরকারি নীতিমালা সামান্য শিথিল করবে দেশটি। এক্ষেত্রে নতুন প্রযুক্তি পরীক্ষা সহজতর হবে প্রতিষ্ঠানগুলোর জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তাদের প্রাধান্য এখন প্রত্যাশিত জীবন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থার বিপ্লব, সরবরাহ চেইন, কাঠামোগত এবং আর্থিক প্রযুক্তির উন্নয়ন করা।
প্রসঙ্গত, জাপানে সবচেয়ে বড় পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি ইয়ামাতো হোল্ডিংস কোম্পানি। চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, যথেষ্ট পরিমাণ কর্মী না থাকায় তারা সরবরাহের পরিমাণ কমিয়ে দেবে আর মূল্য বাড়িয়ে দেবে।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৭/ওয়াসিফ