হ্যান্ডসেট উৎপাদনক্ষমতা দ্বিগুণেরও বেশি করার লক্ষে ভারতে ৫ হাজার কোটি রুপি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং। ভারতে এটি প্রতিষ্ঠানটির বড় অংকের বিনিয়োগ বলে মনে করা হচ্ছে।
স্যামসাংয়ের লক্ষ্য আগামী ২০২০ সালের মধ্যে ভারতের উত্তর প্রদেশের নয়দা কারখানায় হ্যান্ডসেট উৎপাদনক্ষমতা দ্বিগুণ করা।
ভারতের সরকারি এক কর্মকতা জানান, ভারত ও বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং মিলে স্থানীয়ভাবে একটি উৎপাদন ও রফতানি হাব স্থাপন করতে চায়। স্যামসাংয়ের ভারতীয় কারখানা থেকে উৎপাদিত ডিভাইস ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের অন্য বাজারগুলোয় সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, স্যামসাং ভারতে চালু থাকা নয়দা কারখানার সক্ষমতা বাড়াতে এর পাশেই জমি অধিগ্রহণ করেছে। এতে ১ লাখ ৩০ হাজার বর্গমিটার জায়গা নিয়ে তৈরি নয়দা কারখানার আয়তন দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে।
১৯৯৬ সালে নয়দা কারখানা চালু করে স্যামসাং। কারখানাটি তখন থেকে বিভিন্ন ইলেকট্রনিকের পাশাপাশি হ্যান্ডসেট উৎপাদনে ব্যবহার হয়ে আসছে। ভারতের চেন্নাইয়ে স্যামসাংয়ের আরো একটি কারখানা রয়েছে। তবে বিনিয়োগ বিষয়ে স্যামসাং ইন্ডিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভারত হ্যান্ডসেট ডিভাইসের গুরুত্বপূর্ণ বাজার। দেশটির ডিভাইস বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্যামসাং। কিন্তু বাজারটিতে মার্কিন প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও চীনভিত্তিক ডিভাইস নির্মাতা শাওমি, অপো, ভিভো, লেনোভো এবং স্থানীয় কোম্পানি মাইক্রোম্যাক্সের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) জ্যেষ্ঠ বিশ্লেষক নাভকেন্দার সিং জানান, ভারত স্যামসাংয়ের জন্য খুবই গুরত্বপূর্ণ বাজার। ১০-১৫ বছর ধরে বাজারটির শীর্ষ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ ই জাহান