১৯ অক্টোবর, ২০১৯ ১৩:৩৭

চাঁদে যাওয়ার নতুন পোষাক আনল নাসা

অনলাইন ডেস্ক

চাঁদে যাওয়ার নতুন পোষাক আনল নাসা

সংগৃহীত ছবি

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নতুন করে স্পেসস্যুট তৈরি করেছে। পরবর্তী চন্দ্র অভিযানের জন্য নতুন এ পোষাকটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রদর্শন করা হয় ওয়াসিংটনে নাসার হেড কোয়াটারর্সে।

এ ব্যাপারে নাসা প্রধান জিম ব্রিডেনস্টাইন জানান, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে ধরনের পোশাক পরা হয় নতুন স্যুটগুলো অনেকটা তার মতোই। তবে এটি আরও আরামদায়ক এবং চন্দ্রপৃষ্ঠে ঘোরার আরও উপযুক্ত করে তৈরি হয়েছে।

তিনি আরও জানান, ১০০ শতাংশ অক্সিজেন থাকার পরিবেশ রয়েছে নতুন স্যুটে। ফলে সিলিন্ডারের অক্সিজেন সাশ্রয়ে পোশাকটি বিশেষ ভূমিকা রাখবে। 

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক নভোচারী কেট রুবিন বলেন, ‘নতুন পোশাকের একটি সুবিধা হলো শরীরের মাপ যাই হোক না কেন সেটি শরীরের মাপেই বসে যাবে। পোশাকের আছে তিনটি অংশ। এর মধ্যে মাথার অংশের জন্য হেলমেট। এরপর কোমর পর্যন্ত একটি অংশ এবং কোমর থেকে পা পর্যন্ত আরেকটি অংশ।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর