১৬ নভেম্বর, ২০২০ ১১:৩৯

নতুন ইতিহাস, প্রথম যাত্রী নিয়ে মহাকাশে পাড়ি দিল বেসরকারি রকেট

অনলাইন ডেস্ক

নতুন ইতিহাস, প্রথম যাত্রী নিয়ে মহাকাশে পাড়ি দিল বেসরকারি রকেট

মহাকাশ প্রযুক্তিতে ইতিহাস গড়ল নাসা। এই প্রথম বেসরকারি যাত্রীবাহী রকেট মহাকাশে পাড়ি দিল। ৪ নভোচারীকে নিয়ে স্পেসএক্সের রকেটের সফল উৎক্ষেপণ করল নাসা।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে উড্ডয়ন করে মার্কিন  প্রযুক্তিতে তৈরি ড্রাগন রেসিলিয়েন্স।  নভোচারীদের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌছে দেবে ওই রকেট।

এতদিন যাত্রীবাহী রকেটের ক্ষেত্রে রাশিয়ার যৌথ উদ্যোগের ওপর নির্ভর করতে হতো আমেরিকাকে।   

নাসা ও স্পেস এক্সের এই উদ্যোগ তাই মার্কিন মহাকাশ প্রযুক্তিকে আরও স্বাবলম্বী করল বলেই মনে করছে বিজ্ঞানীদের একাংশ।

যদিও যাত্রীবাহী রকেটের ক্ষেত্রে এখনই রাশিয়ান-নির্ভরতা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেই জানিয়েছে নাসা। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর