বিশ্বের সর্ববৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) একটি বিশেষ মাইলফলক ছুঁয়েছে। এশিয়ার কোম্পানি হিসেবে বাজার মূল্যে এক ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।
গত শুক্রবার প্রথম এই মাইলফলকে পৌঁছানোর পর থেকেই কোম্পানিটি ট্রিলিয়ন ডলারের অবস্থান ধরে রেখেছে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের প্রতি বৈশ্বিক চাহিদার উল্লম্ফন এই মূল্যবৃদ্ধির মূল চালিকাশক্তি। এর ফলে টিএসএমসি এখন মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, মাইক্রোসফট, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, অ্যামাজন, মেটা এবং এনভিডিয়ার পাশে ট্রিলিয়ন ডলার ক্লাবে অবস্থান করছে।
বিশ্ব প্রযুক্তি সরবরাহ চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে টিএসএমসি। প্রতিষ্ঠানটি মার্কিন কোম্পানি এনভিডিয়া ও অ্যাপলের মতো গ্রাহকদের জন্য চিপ তৈরি করে থাকে। ২০২৪ সালে টিএসএমসির মোট আয়ের প্রায় ৭০ শতাংশই এসেছে উত্তর আমেরিকার গ্রাহকদের কাছ থেকে।
গত সপ্তাহে কোম্পানিটি তাদের বার্ষিক আয় প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করেছে।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল