কোডিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সময় কমার পরিবর্তে বরং বাড়ছে। এমনটাই জানিয়েছে এক নতুন গবেষণা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান METR এর প্রতিবেদনে বলা হয়েছে, কোড লেখায় এআই টুল ব্যবহার করলে অভিজ্ঞ সফটওয়্যার ডেভেলপারদের কাজ শেষ করতে গড়ে ১৯ শতাংশ বেশি সময় লেগেছে।
গবেষণাটি চালানো হয় ১৬ জন ডেভেলপারকে নিয়ে, যাদের গড় অভিজ্ঞতা ছিল পাঁচ বছর। তারা জটিল সফটওয়্যার প্রকল্পে কাজ করেছেন—একবার এআই সহায়তা নিয়ে এবং একবার ছাড়া। এআই ব্যবহারের সময় তারা Cursor Pro (একটি কোড এডিটর) এবং Claude 3.5/3.7 Sonnet ব্যবহার করেছেন।
গবেষণা শুরুর আগে ডেভেলপাররা ধারণা করেছিলেন, এআই ব্যবহার করলে কাজ শেষ করতে ২৪ শতাংশ সময় কম লাগবে। কাজ শেষে তাদের অনুমান হয়, সময় কমেছে ২০ শতাংশ। কিন্তু বাস্তব ফল ছিল উল্টো—এআই ব্যবহার করলে গড়ে ১৯ শতাংশ বেশি সময় লেগেছে।
গবেষকরা জানিয়েছেন, যদিও পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণ নিখুঁত নয়, তারপরও সময় বাড়ার যে ধারা পাওয়া গেছে, তা যথেষ্ট শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে। তবে তারা সবাইকে এই ফলাফলকে অতিরিক্ত সাধারণীকরণ না করার পরামর্শ দিয়েছেন। কারণ এই গবেষণায় শুধুমাত্র অভিজ্ঞ ডেভেলপারদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, নতুন বা শিক্ষানবিশ কোডারদের জন্য এআই হয়তো বেশি সহায়ক হতে পারে।
এদিকে, প্রযুক্তি জগতে এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে অনেকে মনে করছেন ভবিষ্যতে অনেক কোডিংয়ের কাজই এআই দিয়ে সম্ভব হবে। বাস্তবে গুগলের ২০২৪ সালের এক আয় প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির ২৫ শতাংশ নতুন কোড এখন এআই দিয়ে তৈরি হয় এবং সেগুলো প্রকৌশলীরা যাচাই করে অনুমোদন দেন।
গুগল সিইও সুন্দর পিচাই সে সময় বলেছিলেন,আজ আমাদের পণ্যের এক-চতুর্থাংশ কোড এআই তৈরি করছে, যা আমাদের প্রকৌশলীদের আরও বেশি এবং দ্রুত কাজ করতে সহায়তা করছে।
তবে METR–এর গবেষণা বলছে, এখনই এআইকে সম্পূর্ণ নির্ভরযোগ্য কোড লেখকের আসনে বসানো নিরাপদ নয়, বিশেষ করে অভিজ্ঞ কোডারদের ক্ষেত্রে।
বিডিপ্রতিদিন/কবিরুল