রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের দুই যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান দগ্ধ হয়েছেন।
তারা রাজধানীর উত্তরায় বসবাসরত ব্যবসায়ী ইয়াছিন মজুমদার ও আকলিমা আক্তার দম্পতির সন্তান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার দিন সোমবার (২১ জুলাই) দুপুরে যুদ্ধবিমানটি আছড়ে পড়লে তারা আহত হয়। পরে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাতে পরিবার জানিয়েছে, সারিনার শরীরের ২০ শতাংশ ও সাইবার ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
সারিনা ও সাইবার বাবা ইয়াছিন মজুমদার বলেন, ‘ঘটনার পরপরই আমরা স্কুলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে তাদের পাই। দেশবাসীর কাছে আমার মেয়েদের জন্য দোয়া চাই।’
বিডি প্রতিদিন/আশিক