মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিড় নিয়ন্ত্রণের সময় কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের মারধরের যে অভিযোগ উঠেছে, তাতে ‘দুঃখ প্রকাশ’ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ বিষয়ে ‘উপযুক্ত ব্যবস্থা নিতে’ সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছে সরকার।
গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এদিকে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিক্ষার্থীরা দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। তারা ছয় দফা দাবি তুলে ধরেন। আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি ‘মেনে নেওয়ার’ আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের দাবির সঙ্গে সরকার ‘একমত’ বলে মন্তব্য করেন। আইন উপদেষ্টার ওই আশ্বাসের পর শিক্ষার্থীদের ছয় দফা দাবি ‘যৌক্তিক’ জানিয়ে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।
বিবৃতিতে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে আলোচনা শেষে আসিফ নজরুল বলেন, ‘জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা নিতে বিমানবাহিনীকে নির্দেশনা দেওয়া হবে। মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্যও থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।