নারায়ণগঞ্জ সিটি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাত থেকে এসব অনুদান বিতরণ করা হয়।
অনুদান গ্রহণকারী কয়েকজন ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডে তারা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন, যা সহজে পুষিয়ে ওঠা সম্ভব নয়। তাঁরা জেলা প্রশাসনের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে দোকান মালিকপক্ষের কাছ থেকে প্রত্যাশিত ক্ষতিপূরণ না পাওয়ার হতাশাও ব্যক্ত করেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘অসাবধানতার কারণেই অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের উচিত সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করা এবং নকল ও ভেজাল পণ্য বিক্রি বন্ধ করা। আমাদের পক্ষ থেকে এ অনুদান ক্ষতিগ্রস্তদের কিছুটা সহায়তা করবে। এছাড়া, তারা যেন অন্য দিক থেকেও সহায়তা পান, যেমন স্বল্পসুদে ব্যাংক ঋণ—সে ব্যাপারেও আমি আন্তরিকভাবে চেষ্টা করবো।’
এদিন জেলা প্রশাসক জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১০ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. মাইনুদ্দিন আহমদসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/জামশেদ