লিবিয়া উপকূল থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানো ২১৬ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিবাসী সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস।
এথেন্স কর্তৃপক্ষ বলেছে, দেশটির ক্রিট ও গাভদোস দ্বীপে আসা মোট ২১৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং মিসরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে বলেছেন, লিবিয়া থেকে অনিয়মিতভাবে যারা গ্রিসে প্রবেশ করেছেন, তারা কেউ আশ্রয়ের আবেদন করতে পারবেন না। তিনি বলেন, উদ্ধারকৃত অভিবাসীদের কোনো অভ্যর্থনা শিবিরে নেওয়া হবে না। খবর ইনফোমাইগ্রেন্টস
বরং পুলিশি হেফাজতে রেখে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গ্রিস সরকার উত্তর আফ্রিকা থেকে আগত অভিবাসীদের জন্য সাময়িকভাবে আশ্রয় আবেদন গ্রহণ বন্ধ রেখেছে। বর্তমানে গ্রিসের অভিবাসন নীতিতে কঠোরতা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তবে গ্রিক সকার বলছে, অর্থনৈতিক অভিবাসীদের ঠেকাতেই এ পদক্ষেপ জরুরি। খবর ইনফোমাইগ্রেন্টস