গাইবান্ধা সাঘাটায় ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২২ জুলাই্) দিবাগত রাত ১২ থেকে রাত ৩ টা পর্যন্ত উপজেলার পদুমশহর এলাকায় অভিযান চালিয়ে ওইসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
যৌথ বাহিনী সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের পদুমশহর এলাকায় পরিচালনা করা হয়। এসময় অব্দুর রহিমের শয়ন ঘরের মেঝের মাটি খুরে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওইসব মাদকসহ আসামীকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে বুধবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম