কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি শিউলী নামে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামের মোছা. শিউলী বেগম (৩৮) নামে এক মহিলাকে নিজ বাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। আসামীকে আদালতের মাধ্যমে দুপুরের পরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম