নেত্রকোনার কলমাকান্দায় মো. কদম আলী (৩০) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতকে বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লেংগুড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম থেকে কদম আলীকে আটক করা হয়। কদম আলী ওই গ্রামের আবুল কালামের ছেলে।
তিনি আরও জানান, পুলিশ কদম আলী একজন আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এই মামলায় কদম আলী তালিকাভুক্ত আসামী।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার লেংগুড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এই ডাকাত সদস্যকে আটক করা হয়। আটকের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম