চ্যাটজিপিটি এখন ব্যবহারকারীদের পছন্দের তারকাদের সঙ্গে নিখুঁত ও জীবন্ত সেলফি তৈরি করে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি এই ছবিগুলো এতটাই বাস্তবসম্মত যে, অনেকেই প্রথম দেখায় বুঝতেই পারেন না, এগুলো এআই-নির্মিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে এই নতুন ফিচার জনপ্রিয়তা পেয়েছে। অনেক ব্যবহারকারী মজার ছলে প্রিয় অভিনেতা-অভিনেত্রী, খ্যাতিমান খেলোয়াড় কিংবা সংগীতশিল্পীর সঙ্গে নিজের সেলফি তৈরি করছেন। ছবিগুলোর ভঙ্গিমা ও পরিবেশ ঘরোয়া আড্ডার মতো হওয়ায় এগুলোকে সাধারণ স্মার্টফোনে তোলা ছবির মতোই মনে হয়।
তবে এই সেলফি ফিচারটি শুধু জিপিটি-৪ বা জিপিটি-৪ও সংস্করণে পাওয়া যাচ্ছে। অর্থাৎ, শুধুমাত্র সাবস্ক্রিপশন প্ল্যানের আওতায় থাকা গ্রাহকেরাই এটি ব্যবহার করতে পারবেন।
সেলফি তৈরির জন্য ব্যবহারকারীকে নির্দিষ্ট একটি ‘প্রম্পট’ (নির্দেশনা) দিতে হয়। সেই নির্দেশনার ভিত্তিতে ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই কাঙ্ক্ষিত তারকার সঙ্গে সেলফি তৈরি হয়ে যায়। ব্যবহারকারীরা তৈরি হওয়া সেলফিগুলো সংরক্ষণ করতে পারেন এবং চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমেও তা শেয়ার করতে পারেন।
বিডিপ্রতিদিন/কবিরুল