কমছে এক্সের ব্যবহারকারী, বাড়ছে প্রতিযোগিতা। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এক্সের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটি বলছে, এখনো এক্সের ব্যবহারকারীর সংখ্যা মেটার থ্রেডসের তুলনায় ৬৫ শতাংশ ও ব্লূস্কাইয়ের চেয়ে ১০ গুণ বেশি।
তবু সোশ্যাল প্ল্যাটফর্ম হিসেবে এক্স দীর্ঘমেয়াদি আধিপত্য ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে। কারণ সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মোবাইল ডিভাইসে এক্সকে দ্রুত টেক্কা দিচ্ছে মেটার থ্রেডস। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েবের প্রকাশিত তথ্যানুযায়ী ২০২৫ সালের জুনে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে থ্রেডস অ্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১১ কোটি ৫১ লাখ, যা আগের বছরের তুলনায় ১২৭.৮ শতাংশ বেশি।
একই সময় এক্সের দৈনিক মোবাইল ব্যবহারকারী ছিল ১৩ কোটি ২০ লাখ, যা আগের বছরের তুলনায় ১৫.২ শতাংশ কমেছে। তবে থ্রেডসসহ ব্লূস্কাই, মাস্টডন ও অন্যান্য নতুন সামাজিক প্ল্যাটফর্মের বাড়তি চাপের মধ্যেও এক্স ব্যবহারকারীর অংশগ্রহণ এখনো বেশ শক্তিশালী।
বিডি প্রতিদিন/এমআই