বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

এখনই চালু হচ্ছে না ই-সিম

রকমারি ডেস্ক

এখনই চালু হচ্ছে না ই-সিম

এখনই চালু হচ্ছে না বহুল আলোচিত প্রযুক্তি ই-সিম। এমনটা জানান বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। তিনি বলেন, বিটিআরসিতে নতুন প্রযুক্তিকে স্বাগতম। একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমাদের প্রযুক্তিকে যেমন মূল্যায়ন করতে হবে একই সঙ্গে ব্যবহারকারীদের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সেটাও দেখতে হবে। গ্রামীণ ফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার বলেন, ‘সিস্টেম চালু থাকা সত্ত্বেও অনিবার্য কারণবশত গ্রামীণফোন ই-সিম পরিসেবা চালুর সময়সীমা পিছিয়ে দেয়।

 

কেন -সিম ব্যবহার করবেন?

আগামী সপ্তাহে গ্রামীণফোন ই-সিম চালুর সম্ভাব্য তারিখ জানাবে। ই-সিমের পূর্ণ রূপ হলো- এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। প্রচলিত সিমকার্ডের মতো সিম খোলা ও পরিবর্তনের সুযোগ নেই। এটি সরাসরি মোবাইলের মাদারবোর্ডে যুক্ত থাকে। শুধু আগে থেকে ইনস্টল করা ডিভাইসগুলোতেই ই-সিম কাজ করে। সেবাটি চালু হলে গ্রামীণফোন হবে দেশের প্রথম ই-সিম সেবাদানকারী সংস্থা। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর