বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইনস্টাগ্রামের বিকল্প ‘রসগ্রাম’ আনছে রাশিয়া

রকমারি ডেস্ক

ইনস্টাগ্রামের বিকল্প ‘রসগ্রাম’ আনছে রাশিয়া

সম্প্রতি রাশিয়ায় নিষিদ্ধ হয় ইনস্টাগ্রাম। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে নতুন ছবি-শেয়ারিং অ্যাপ চালু করতে যাচ্ছে দেশটি। যার নাম ‘রসগ্রাম’। এতে ক্রাউডফান্ডিংয়ের মতো ফাংশন যুক্ত করা হবে। রুশ উদ্যোক্তা আলেকজান্ডার জবভের ভাষ্যমতে, রসগ্রামের কালার স্কিম ও বিন্যাস ইনস্টাগ্রামের মতোই হবে। আশা করা হচ্ছে ভিডিও, ছবি শেয়ারিং বা মেসেজ পাঠানোসহ ইনস্টাগ্রামের ফিচারগুলো রসগ্রামেও থাকবে। এর আগে টিকটকের বিকল্প ‘ইয়াপি’ তৈরি করে রাশিয়া। জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর শূন্যতা পূরণ করতে রাশিয়ার প্রযুক্তিবিদরা বিকল্প খুঁজতে শুরু করেছেন।      

সর্বশেষ খবর