বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অধিক সুরক্ষার নিশ্চয়তায় নতুন গরিলা গ্লাস

অধিক সুরক্ষার নিশ্চয়তায় নতুন গরিলা গ্লাস

স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় ভয় হাত থেকে পড়ে যাওয়া। এতে ফোনের ডিসপ্লে থেকে শুরু করে ব্যাক প্যানেলও ক্ষতিগ্রস্ত হয়। আর এর সুরক্ষায় কর্নিং দীর্ঘদিন থেকে গরিলা গ্লাস সরবরাহ করছে। এ ক্যাটাগরিতে গরিলা গ্লাস ভিকটাস ২ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। গুগল ও স্যামসাংয়ের মতো প্রথম সারির প্রযুক্তি পণ্য নির্মাতাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে স্ক্রিন হিসেবে কর্নিংয়ের গরিলা গ্লাস বহুল ব্যবহৃত। নতুন সংস্করণের মাধ্যমে আরও টেকসই স্মার্টফোন স্ক্রিনের প্রতিশ্রুতি দিচ্ছে কোম্পানিটি। ২০২২ সালের শেষে এসে কর্নিং গরিলা গ্লাসের নতুন এ সংস্করণটি উন্মোচন করা হলো। ফলে প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের বরাতে আগামী বছর স্মার্টফোনে কী ধরনের আপডেট আসতে পারে। তবে নতুন এ গ্লাসের বৈশিষ্ট্য সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। আগের সংস্করণের সঙ্গে নতুন গ্লাসের মূল পার্থক্য কংক্রিটের মতো কঠিন কিছুর ওপর পড়লেও অক্ষত থাকবে স্মার্টফোনের স্ক্রিন। এমনটাই দাবি কর্নিংয়ের।

সর্বশেষ খবর