নতুন প্রান্তে গ্যালাক্সির ফোন :
কয়েক মাস ধরে গ্যালাক্সি এস২৫ টিজার দেখার পর অবশেষে অনেকে এর অভিজ্ঞতা নিচ্ছেন এবং হাতেকলমে পর্যালোচনা শেষে বিশ্লষকদের ভাষ্য- স্যামসাং ফোনে যাদের অনীহা, গ্যালাক্সি এস২৫ তাদেরও বেশ আকর্ষণ করবে। আমেরিকান মোবাইল এক্সপার্ট ফিলিপ বার্ন লিখেছেন, ‘গ্যালাক্সি এস২৫ এজ একটি সরল সূত্রের সমাধান। স্যামসাং তাদের জুম ক্যামেরা সরিয়ে এবং ব্যাটারি ছোট করে ১.৫ মিলিমিটার পুরুত্ব কমিয়ে এনেছে। যা এখন বাজারের সবচেয়ে বেশি স্লিম স্মার্টফোন। এতে ব্যবহৃত হয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। সম্পূর্ণ বডি টাইটানিয়ামের আবরণে মোড়ানো। স্মার্টফোনটি কয়েকজন লেখক এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে মুগ্ধ করেছে, তারা বিশ্বাস করেন এটি দেখতে কেবল দুর্দান্ত নয়, হাতে ধরেও অনেক বেশি ভালো লাগে।
উড়াল দেয় ডিজেআই ম্যাভিক ৪ প্রো :
সর্বশেষ ডিজেআই-এর ড্রোন পরীক্ষার শেষে বিশেষজ্ঞদের ভাষ্য- এটি অবশ্যই চমৎকার উড়ন্ত কর্মক্ষমতা, গতি এবং শক্তির জন্য আজকের বিশ্বে সেরা ম্যাভিক ড্রোন। অনেক বিশ্লেষক পর্যালোচনা করে ডিজেআই ম্যাভিক ৪ প্রোকে পূর্ণ ৫ তারা দিয়েছেন। এর ক্যামেরা প্রায় সবদিকে মুভ করানো যায়। এতে একটি চমৎকার ট্রিপল লেন্স সেটআপ ও বড় ব্যাটারির কারণে দীর্ঘ সময় ড্রোনটি উড়ানো যাবে। পাশাপাশি এর মাধ্যমে সৃজনশীল ভিডিও ফুটেজ ধারণ করা সম্ভব। এটি কেবল একটি দুর্দান্ত ড্রোন নয়, সম্ভবত এ মুহূর্তের সেরা ড্রোন।
গারমিনের নতুন ঘড়ি :
ঘড়িপ্রেমীরা নতুন গারমিন Dierunner আসার আশা করছিল, তবে গারমিন দুটি নতুন রানিং ওয়াচ দিয়ে গ্রাহকদের অবাক করেছে। গারমিন Dierunner 570 এবং গারমিন Dierunner 970 নতুন কিছু সরঞ্জাম সরবরাহ করে, যেমন : একটি স্পিকার-মাইক্রোফোন (ওয়ার্কআউটের সময় কবজিতে দ্রুত কলিংয়ের জন্য), ইভিনিং রিপোর্ট এবং উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে। 970-এ টাইটানিয়াম বেজেল, রানিং টলারেন্সের মতো নতুন মেট্রিক এবং ইসিজি ফাংশনের ফিচার অন্তর্ভুক্ত। এ ছাড়া হার্ট রেট মনিটর, এইচআরএম 600-ও রয়েছ, যা সেই রানিং মেট্রিক তৈরিতে 970-এর সঙ্গে কাজ করে।
ফিরে এসেছে বুমবক্স :
উই আর রিওয়াইন্ড জিবি-০০০১ একটি খাঁটি ক্যাসেট বুমবক্স, যার ব্লুটুথ ৫.৪ এবং ১০ ঘণ্টা স্পিকার প্লেব্যাকের জন্য ৩০০০ mAh ব্যাটারি এবং ১০৪ ওয়াট পাওয়ারের আপগ্রেড, যা ক্লাসিক বুমবক্সের চেয়েও বেশি। সত্যি বলতে, এটি অল ইন ওয়ান, ২০ ও ৮০ দশকের প্রযুক্তিকে এমন প্যাকেজে একত্রিত করেছে, যা প্রযুক্তিপ্রেমীদের জন্য খুবই উন্মাদনার।
স্ট্রিমিংয়ে এক বড় সপ্তাহ :
বিনোদন জগতে ব্যস্ত সপ্তাহ পার করেছে গুগল আই/ও। প্রকৃতপক্ষে, নতুন সুপারম্যান ট্রেলার এবং মার্ভেলের আয়রনহার্ট টিভি শো-এর প্রথম আনুষ্ঠানিক টিজারই নয়, বরং এ বছরের আপফ্রন্ট বিজ্ঞাপনভিত্তিক ট্রেড শোতে প্রচুর বড় বড় ঘোষণা এসেছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ম্যাক্সকে পুনরায় এইচবিও ম্যাক্স নামকরণ করা হবে এবং নেটফ্লিক্স কর্তৃক প্রচুর টিভি শো পুনর্নবীকরণ করা হবে, যা ছিল চোখে পড়ার মতো। সাতটি বৃহত্তম ডিজনি প্লাস এবং হুলুরও ঘোষণা আসে।
গুগল অ্যান্ড্রয়েডকে নতুন রূপ দিয়েছে :
গুগল আই/ও-এর আগে গুগল অ্যান্ড্রয়েড শো হোস্ট করেছে, যেখানে অ্যান্ড্রয়েড ১৬-এর সঙ্গে আসা ইন্টারফেস পরিবর্তনের এক ঝলক দেখা মেলে। নতুন মেটেরিয়াল ৩ এক্সপ্রেসসিভ নির্দেশনাগুলোয় রঙের ব্যাপক ব্যবহার, মোশন ইফেক্ট এবং প্রচুর ভিজ্যুয়াল কিউয়ের আহ্বান দেখে মনে হচ্ছে তারা সরাসরি ১৮-২৪ বছর বয়সিদের (কট্টর আইফোন ভক্ত) লক্ষ্য করে আপগ্রেড করেছে। গুগল তাদের অফিশিয়াল ব্লগ পোস্টে বলেছে, পরিষ্কার এবং বিরক্তিকর ডিজাইন থেকে সরে এসে এমন ইন্টারফেস তৈরির সময় এসেছে, যা মানুষের সঙ্গে আবেগপূর্ণ স্তরে সংযোগ স্থাপন করে।’ অ্যান্ড্রয়েড ১৬ এ বছরের শেষের সবার জন্য উন্মুক্ত করা হবে।
অবশেষে রাস্তায় অ্যাপল কারপ্লে আলট্রা :
অ্যাপলের নেক্সট-জেন কারপ্লে সিস্টেমটি ২০২৪ সালে আসার কথা ছিল, তবে দীর্ঘ সফ্টওয়্যার বিরতির পর এটি অবশেষে এসেছে। অন্তত, যদি আপনি নতুন অ্যাস্টন মার্টিন এসইউভির মালিক হন। কারপ্লে আলট্রা বর্তমানে কেবল নতুন অ্যাস্টন মার্টিন ডিবিএক্সে মিলবে, তবে এর আত্মপ্রকাশ আমাদের অন্য গাড়িগুলোতে (হুন্ডাই, কিয়া এবং আরও অনেক কিছুসহ) কী আসছে তার একটি সম্যক ধারণা দিয়েছে। তা হলো- মসৃণ, আইফোন-স্টাইলের সফ্টওয়্যার অভিজ্ঞতা, যা আপনার গাড়ির পুরো ইনফোটেইনমেন্ট সিস্টেম দখল করে নেয়। আইওএসের মতো, আপনি কারপ্লের রঙের স্কিম ও ওয়ালপেপার কাস্টমাইজ করতে পারেন। তবে আপনি একই স্থান থেকে ক্লাইমেট কন্ট্রোল, রেডিও স্টেশন এবং উষ্ণ আসনগুলোও পরিবর্তন করতে পারেন। এটাই সময়, তবে এটি রোল আউটে আর এক বছর অপেক্ষা করতে হবে না।
তথ্যসূত্র : টেকরাডার