মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

খুলনার সাড়ে ৩ হাজার সড়কবাতি নষ্ট

শামসুজ্জামান শাহীন, খুলনা

খুলনার সাড়ে ৩ হাজার সড়কবাতি নষ্ট

সংস্কারের অভাবে খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় সাড়ে তিন মাস ধরে নষ্ট হয়ে রয়েছে প্রায় সাড়ে ৩ হাজার সড়কবাতি। রাতের বেলায় অন্ধকারে ভোগান্তিতে পড়তে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।

জানা গেছে, খুলনা সিটি করপোরেশনের মোট ২৪ হাজার সড়কবাতির মধ্যে বর্তমানে নষ্ট রয়েছে ৩৩৮৬টি। এর মধ্যে এনার্জি বাল্ব নষ্ট ২২৫৯টি, এলইডি বাল্ব নষ্ট ১১২৭টি।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে এত বিপুল পরিমাণ সড়কবাতি একসঙ্গে নষ্ট হয়েছে।

জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এনার্জি বাল্বের ৫০ শতাংশ সংগ্রহ করা হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে তা প্রতিস্থাপন করা হবে। তিনি জানান, গত ১২ মে খুলনায় স্মরণকালের ভয়াবহ বজ্রপাতের ঘটনায় এক রাতেই নষ্ট হয় ৪১০০টি সড়কবাতি। টানা তিন মাসেও সেই ক্ষতি পুষিয়ে আনা যায়নি।

মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার বাসিন্দা সরকারি চাকরিজীবী আবু তালেব জানান, রাতের বেলায় সড়কবাতি না থাকায় বিশাল এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়।

এলাকায় চুরি-ডাকাতি, ছিনতাইকারীদের আনাগোনা বেড়েছে। অন্ধকার পথে চলাচলেও ভোগান্তিতে পড়তে হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান বিশ্বাস জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কবাতির ক্ষতি হয়েছে বেশি। তারপরও দ্রুত বাল্ব সংগ্রহ করে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর