মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রিকশাজটে বেহাল ইউলুপের সুফল

রিকশাজটে বেহাল ইউলুপের সুফল

রাজধানীর রামপুরা-বাড্ডা সড়কে বিটিভির সামনে ও মধ্য বাড্ডায় নির্মিত দুই ইউলুপের সুফল মিলছে না। সড়কের বিশৃঙ্খলায় রামপুরা ও বাড্ডা ইউলুপে ভোগান্তি বেড়েছে। ইউলুপের মুখে থাকে সার্বক্ষণিক রিকশার জট। ফলে ইউলুপ থেকে নেমে আবার প্রথম লেনে না গিয়ে গাড়িগুলো রাস্তাতেই উঠতে পারছে না। লুপ বরাবর দুটি লেনই সব সময় রিকশার দখলে থাকে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইউলুপের মুখে রিকশাজট থাকায় স্বাভাবিক গতিতে নামতে পারছে না যানবাহন।

এদিকে মধ্যবাড্ডায় নির্মিত ইউলুপটিও প্রায় অকার্র্যকর হয়ে পড়েছে। মধ্যবাড্ডা ইউলুপ তৈরিই করা হয়েছিল হাতিরঝিল আসা গাড়িজট কমাতে। যেন ঝিল থেকে রামপুরা ব্রিজের আশপাশে ইউটার্ন না নিয়ে ইউলুপ ধরে বিটিভি ও রামপুরার দিকে নেমে আসতে পারে। এ ছাড়া গুলশানগামী গাড়িগুলো যাতে বাড্ডা লিংকরোডে ইউটার্ন না নিয়ে ইউলুপ ব্যবহার করে বাধা ছাড়াই ইউলুপ দিয়ে গুলশানের দিকে যেতে পারে। এই ইউলুপ নির্মাণের প্রথমদিকে সেটা কার্যকরও ছিল। তখন বাড্ডা লিংক রোডের ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়। এই রাস্তায় যানজটও কমে আসে। কিন্তু কিছুদিন পরই বাস মালিক-শ্রমিকদের চাপে আবারও লিংক রোডের ইউটার্নটি খুলে দেওয়া হয়। বর্তমানে ইউলুপ, ইউটার্ন দুটোই খোলা। ফলে গাড়িগুলো ইউলুপ ঘুরে না এসে লিংকরোডের ইউটার্নটি ব্যবহার করছে। এতে এই সড়কের মধ্যবাড্ডা, রামপুরা ব্রিজসহ পুরো এলাকায় তীব্র যানজট লেগে থাকে।

লেখা : মানিক মুনতাসির, ছবি : রোহেত রাজীব

সর্বশেষ খবর