বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ফ্যাশনের খোঁজখবর

ফ্যাশনের খোঁজখবর

বৈশাখে রঙ বাংলাদেশ

রোজার আমেজে প্রাণের উৎসব হলেও বৈশাখ উদযাপন নতুন পোশাক ছাড়া অসম্ভব। প্রতিবারের রঙ বাংলাদেশ সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক নিয়ে এসেছে। পাখির রং থিমে তৈরি হয়েছে এবারের উৎসবের নকশা। কখনো একরঙা, কখনো একই রঙের নানা শেড আবার কখনো বহু বর্ণে পোশাক রাঙিয়েছেন ফ্যাশন হাউসটির ডিজাইনাররা। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। এবারের বৈশাখী সংগ্রহে রয়েছে বিভিন্ন ধরনের কটন, স্লাব কটন, লিনেন, হাফ সিল্ক, নেট কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা, কমলা, ব্লু, পেস্ট, অলিভ আর সহকারী রং হিসাবে আছে মেজেন্টা, হলুদ, মেরুন। রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, অ্যামব্রয়ডারি ও কাটিং অ্যান্ড সুইংয়ের ব্যবহার। রঙ বাংলাদেশের পাশাপাশি সাব ব্র্যান্ড হিসেবে ওয়েস্ট রঙ আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় ভুবন রঙ জুনিয়র সাজিয়েছে তাদের বৈশাখ আয়োজন।

বার্ডস আইয়ে ঈদ সংগ্রহ

এবার ঈদে  ফ্যাশন হাউস  বার্ডস আই  নান্দনিক সব নতুন নতুন ডিজাইনের টি-শার্ট নিয়ে হাজির হয়েছে। চায়না, ইন্ডিয়া   বাংলাদেশি কাপড়ের তৈরি শত শত ডিজাইনের  পাঞ্জাবি, শার্ট, পলো টি-শার্টের সারা দেশে পাইকারি ও খুচরা বিক্রেতা বার্ডস আই। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগের আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের দুটি মেগা শো-রুমে গ্রাহকদের জন্য রয়েছে পাইকারি এবং খুচরা বিক্রয়ের ব্যবস্থা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর