রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ক্রিস অ্যাঞ্জেল

ক্রিস অ্যাঞ্জেল

ক্রিস অ্যাঞ্জেল যেন এক রহস্যের নাম। পুরো নাম ক্রিস্টোফার নিকোলাস সারানতাক্স। জন্ম ১৯৬৭ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লং আইসল্যান্ডে। খুব ছোটবেলা থেকে মনপ্রাণ সঁপে দেন জাদুবিদ্যায়। তার বাবা-মা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে, তাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু তা আর হলো না। যার রক্তে মিশে আছে রহস্য জাদু সে কি অন্যদিকে মন দিতে পারে। তাই নিজের একান্ত ইচ্ছাতেই নিজেকে একজন পেশাদার জাদুকর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। হয়েছেনও তাই। একজন বিশ্ববিখ্যাত জাদুকর। সাধারণ মানুষের কাছে তিনি অবশ্য টেলিভিশন শো 'ক্রিস অ্যাঞ্জেল মাইন্ডফ্রেক'-এর জন্য আলোচিত-সমালোচিত। ১৯৯৭ সাল থেকে শুরু করে নানা সংগ্রামের মধ্য দিয়ে বর্তমানে তিনি একজন জাদুকর এন্টারটেইনার এবং টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার নিজস্ব ধ্যান-ধারণা, পরিচালনার বাস্তব রূপ_ 'এ অ্যান্ড ই নেটওয়ার্ক শো ক্রিস অ্যাঞ্জেল মাইন্ডফ্রেক'। অনুষ্ঠানটির প্রথম এবং দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাসে। এ অনুষ্ঠানে যেন রহস্যের শেষ নেই। সাধারণ মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে তিনি কখনো বা পানির ওপর দিয়ে হেঁটে যান আবার কখনো লুঙ্র হোটেলের পাশ দিয়ে উড়ে যেতে দেখা যায়। তবে বিস্ময়কর হলেও সত্যি, তিনি ৩৯টি শক্তিশালী বাতির আলোয় ভবনের মধ্য দিয়ে উড়ন্ত অবস্থায় থাকেন। যা আকাশ থেকেও দেখা যায়। তার পরিবেশিত জাদুর মধ্যে সবচেয়ে আলোচিত নিজেকে অর্ধেক করে কেটে ফেলা। এ ছাড়াও উল্লেখযোগ্য জাদু প্রদর্শনের মধ্যে রয়েছে_ ভাঙা কাচের টুকরোর উপর শুয়ে থেকে নিজের ওপর দিয়ে স্ট্রিমরোলার চালানো। বর্তমানে 'ক্রিস অ্যাঞ্জেল বিলিভ' নামের রহস্য অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে জাদুবিদ্যাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে তার 'ম্যাজিক প্রেস ডটকম' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

 

সর্বশেষ খবর