বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত জায়গাগুলোর অন্যতম মার্কিন প্রেসিডেন্টের বাসভবন বা হোয়াইট হাউস। আর গত এক মাসে এই নিরাপত্তা বলয় ভেদ করে দুজন আগন্তুক সেখানে ঢুকে পড়ে। এর মধ্যে গত শুক্রবার রাতে ছুরি হাতেই হোয়াইট হাউসের দেয়াল টপকে ঢুকে পড়ে এক লোক। এ নিয়ে গোটা মার্কিন মুল্লুকে হৈচৈ ফেলে দিয়েছে। প্রশ্নের মুখে পড়েছে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা। এটা নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাও। তাই হোয়াইট হাউসের চারদিকে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আসছে। আরও সিকিউরিটি স্ক্রিনিং চেকপয়েন্ট বসানো হচ্ছে। হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বার্তা সংস্থা এপিকে এমনই ইঙ্গিত দিয়েছেন। এ নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভিতরে আলোচনা ও বৈঠক চলছে। বিশেষ করে শুক্রবারের ওই ঘটনার পর কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সিক্রেট সার্ভিসের পরিচালক জুলিয়া পিয়ারসন ঘটনার পরপরই নজরদারি ও নিরাপত্তাকর্মী বাড়ানোর নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্তও শুরু করেছেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার ছুরি নিয়ে হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করা ব্যক্তির নাম ওমর গনজালেজ টেক্সাসের কোপারাস কোভের বাসিন্দা। বিবিসি।