ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বিশ্বের অন্যতম বিত্তবান ক্রীড়াবিদ। তার বিশ্ব পরিচিতির অন্যতম কারণ তার জাদুকরি ফ্রি কিক এবং আলোচনার কেন্দ্রবিন্দু নিজস্ব জীবন। তিনি আমেরিকান গায়িকা ভিক্টোরিয়াকে বিয়ে করেন এবং বর্তমানে বেভার্লি হিলস্, ক্যালিফোর্নিয়াতে বসবাস করেন। তিনি দুবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করেন। ২০০৪ সালে তিনি ছিলেন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত পেশাদার খেলোয়াড়। এ ছাড়াও ২০০৩ এবং ২০০৪ সালে তিনি গুগলে খেলাধুলা সম্পর্কিত সর্বাধিক অনুসন্ধানকৃত ব্যক্তিত্ব। নভেম্বর ১৫, ২০০০ থেকে জুলাই ২, ২০০৬ পর্যন্ত বেকহ্যাম মোট ৫৮টি প্রতিযোগিতামূলক খেলায় ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে দলের হতাশ নৈপুণ্যের পর তিনি অধিনায়ক হিসেবে পদত্যাগ করেন।