রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

টিটাস [৭ বছর]

টিটাস [৭ বছর]

শুধু গাড়ি চালানোর সময় কানে মোবাইল রাখার কারণেই শত শত গাড়ি দূর্ঘটনার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে। শুধু কলোরোডা অঙ্গরাজ্যে শীতে ৫ হাজারের বেশি গাড়ি দূর্ঘটনার ঘটনা ঘটে। ২০০২ সালে ঘটনা। হিল পরিবার রাতের খাবারের নিমন্ত্রণ থেকে ফিরছিলেন। টেমি হিল গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ মোবাইল বেজে ওঠল। তিনি কানে ফোন নিয়ে কথা বলতে গিয়েই নিয়ন্ত্রণ হারালেন। তার তিন সন্তানের বয়স এক, চার ও সাত বছর। শুধু সিটবেল্ট বাধা থাকার কারণেই মারাত্মক দূর্ঘটনাতে তারা নিরাপদ রইল। তাদের মা ততক্ষণে গাড়ি থেকে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। বড় সন্তান টিটাস। সে দ্রুত অন্য দুই বোনকে দেখতে গেল। তাদের মিনিট্রাকটি বাড়ির বাগান দিয়ে আঙ্গিনায় গিয়ে আঘাত হেনেছে। টিটাস খালি পায়ে গাড়ি থেকে নামল। সাত বছর বয়সী ছেলেটি সাহায্য করার উপায় খুঁজতে লাগল। তখন বাইরে বরফ পড়ছে। এই কনকনে ঠাণ্ডায় সে খালিপায়েই হাঁটছে। সাহায্যের আশায় সে অর্ধেক মাইল দূরে একটি ডেইরি ফার্মের কাছে পৌঁছাল। সে ফার্মের কর্মচারীরা আবার ইংরেজিতে কথা বলতে পারে না। সে কী বলছে কিছুই বুঝে উঠতে পারছে না তারা। অনেক ইশারায় সে বারবার 'আমার মা, আমার মা!' বলে বুঝাতে চেষ্টা করছে। অনেক প্রচেষ্টার পর কর্মচারীরা বুঝতে পারল ছেলেটি সাহায্য চাচ্ছে। তারপর তারা সাহায্য পাঠাতে পারল। উদ্ধারকর্মী চিকিৎসক বলেছিলেন, আরেকটু দেরি করে সাহায্য পৌঁছালে হয়তো মহিলা মৃত্যুবরণ করতেন।

 

সর্বশেষ খবর