রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

কামাল নেপালি [১২ বছর]

কামাল নেপালি [১২ বছর]

হিমালয়ের অন্নপূর্ণা এলাকা। ছবির মতো সুন্দর চারদিক। এখানেই রয়েছে পৃথিবীর অন্যতম স্বচ্ছজলের নদী 'স্বেতী রিভার'। এত সুন্দর নদীটি ভীষণ খরস্রোতা। জলের টান তো রয়েছেই সঙ্গে রয়েছে গিরিখাদ। হঠাৎ করে অনেকেই না জেনে ফেঁসে যেতে পারেন। পানির নিচে এমনই পাথরের চাঁইয়ের ফাঁকে আটকা পড়েছিল দুই বছর বয়সী একটি শিশু। দুই বছর বয়সী আরাধনা প্রধান ৬০ ফুট গভীরে তলিয়ে যেতে শুরু করে। যেকোনো সময় বড় ঢেউ এসে ডুবিয়ে দিতে পারে শিশুটিকে। ২০০৮ সালের জুন মাসের ঘটনা এটি। শিশুটি পড়ে যাওয়ার পর থেকেই মানুষ জড়ো হতে শুরু করে। উদ্ধারকর্মীরাও এগিয়ে এসেছে ইতোমধ্যে। কিন্তু উপরের দিকে খোলা হলে আট ফুট নিচের দিকে গিয়ে গিরিখাদের মুখ সরু হতে শুরু করেছে। সে কারণে কোনোভাবেই নিচে নামতে পারছিল না উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মী সালুম নেপালি আট ফুট নিচে নেমে আর নামতে পারছিলেন না। তার ভাই ১২ বছর বয়সী কামাল নেপালিও হঠাৎ নিচে নামতে শুরু করল। তার সঙ্গে ছিলেন বড়ভাই। তিনি সতর্কতা বজার রেখে তার সহায়তা নিতে লাগলেন। সব উদ্ধারকর্মীকে অবাক করে কামাল নেপালি গিরিখাদের সরু অংশ পার হয়ে গেলেন। কামাল নেপালি প্রায় ৩০ মিনিট সবাইকে চরম উৎকণ্ঠায় রেখে যখন আটকে পড়া শিশুটিকে নিয়ে বেরিয়ে আসলেন তখন বিস্ময়ে হতবাক হয়ে গেল সবাই। তাকে পরবর্তী সময়ে নায়ক বলে অভিহিত করাসহ সাহসিকতা পুরস্কারে ভূষিত করা হয়।

 

সর্বশেষ খবর