বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

বিস্ময়ের নতুন সপ্তাশ্চর্য

বিস্ময়ের নতুন সপ্তাশ্চর্য

পৃথিবীতে রহস্য আর সৌন্দর্যের শেষ নেই। বহু স্থাপনা রয়েছে যেগুলো মানুষকে আকর্ষণ করে আসছে যুগ যুগ ধরে। স্থাপনাগুলোকে শিল্পীর নিপুণ হাতের কোমল স্পর্শে এমনভাবে রূপদান করা হয়েছে যা যে কোনো সৌন্দর্যপিপাসু মানুষের হৃদয় ছুঁতে সক্ষম। বিশ্বের এই স্মৃতিসৌধগুলো মানুষের সামনে পরিচিত করে তুলতে ২০০১ সালে সুইস করপোরেশনের 'নিউ সেভেন ওয়ান্ডার ফাউন্ডেশন' একটি পদক্ষেপ গ্রহণ করে। ২০০৬ সালের ১ জানুয়ারি ২০০টি স্মৃতিসৌধের মধ্য থেকে ২১টি প্রতিযোগীর নাম চূড়ান্ত করা হয়। এরপর ইন্টারনেটে প্রায় ১০ কোটি মানুষের ভোটদানের মাধ্যমে ২০০৭ সালের ৭ জুলাই পর্তুগালের লিসবনের বেনফিকাসের খেলার মাঠে এক জমকালো অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয়। পৃথিবীর সভ্যতা, সংস্কৃতি আর স্থাপত্যের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চ মিশে আছে সপ্তাশ্চর্যগুলোতে। মৃত্যুর আগে এসব স্থাপনা না দেখলেই নয়। রোমাঞ্চঘেরা পৃথিবীর এই নতুন সপ্তাশ্চর্য নিয়ে লিখেছেন- মাহবুবুল আলম

 

সর্বশেষ খবর