শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মশা নিধনে মাথা ঘামায় না কেউ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠছেন নারায়ণগঞ্জবাসী। করোনাভাইরাস নিয়ে মাতামাতি করলেও মশার উপদ্রব নিয়ে মাথা ঘামাচ্ছে না কেউ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের অধিকাংশ ওয়ার্ডেই মশার যন্ত্রণায় দিনাতিপাত করছেন বাসিন্দারা। ঘরে-বাইরে কিংবা কর্মস্থলে কোথাও রেহাই পাওয়া যাচ্ছে না মশার কামড় থেকে। ঘনবসতি এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। দীর্ঘদিন ধরে মশার উপদ্রব বৃদ্ধি হলেও টনক নড়েনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষের। সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মশা নিধনের জন্য ওষুধ দেওয়ার কথা থাকলেও কোনো কোনো এলাকায় একবারের জন্যও যায়নি মশার ওষুধ দেওয়ার লোকজন। আর তাই সামনে বর্ষাকালকে কেন্দ্র করে ডেঙ্গুর আগাম প্রস্তুতি নিয়ে নগরবাসী চিন্তিত থাকলেও এতে তেমন মাথাব্যথা নেই কারও। সময়মতো মশার ওষুধ না ছিটানোর ফলে এবার নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা করছেন নগরবাসী। নগরবাসী জানান, শুধু বসতঘর, বাড়ি, অফিস-আদালত নয়, মশার উপদ্রব থেকে চলতি পথেও রেহাই পাওয়া যাচ্ছে না।  এর মধ্যে ডেঙ্গুর উপদ্রব শুরু হলে সেটি ব্যাপকভাবে বিস্তার লাভ করবে। দ্রুত এ মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ না করলে সামনে নাসিককে বিপদের সম্মুখীন হতে হবে।

সর্বশেষ খবর