সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আয়োজক হয়ে কাতারের লাভ কোটি কোটি ডলার

রকমারি ডেস্ক

আয়োজক হয়ে কাতারের লাভ কোটি কোটি ডলার

বিশ্বকাপের মঞ্চের আয়োজক দেশ কাতার। যেখানে জমায়েত হয়েছে ২০ লাখেরও বেশি ফুটবলপ্রেমী। টিভি পর্দায় খেলা উপভোগ করছে বিশ্বের ৫০০ কোটি মানুষ। আর সব আয়োজনের কেন্দ্রবিন্দু আয়োজক দেশ। এবার বলুন তো! বিশ্বকাপের আয়োজক দেশ হলে কী লাভ? এর উত্তর জানিয়েছে গণমাধ্যম আল-জাজিরা। টিকিট, পণ্য বিক্রি, স্পন্সরশিপ, পুরস্কারের অর্থ এবং পর্যটককে ঘিরে বিপুল অর্থ আয়। এতে কি আয়োজক দেশ আর্থিকভাবে লাভবান হয়ে থাকে? উত্তর হলো না। বিশ্বকাপের আগে মহাপরিকল্পনা নিয়ে মাঠে নামে আয়োজক দেশ। প্রস্তুতির অংশ হিসেবে থাকে অবকাঠামো উন্নয়ন, দেশি-বিদেশি পর্যটকদের জন্য আধুনিক হোটেল নির্মাণসহ নানা পরিকল্পনা। এতে খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু এসব খরচের বেশির ভাগই উঠে আসে না। যদিও বিশ্বকাপ থেকে অবশ্যই বিপুল অর্থ আয় হয়। যেমন- ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের টিভি স্বত্ব বিক্রি হয়েছিল ৪৬০ কোটি মার্কিন ডলারে। যার পুরো অর্থ যায় ফিফার কাছে। টিকিট বিক্রির শতভাগ অর্থও পায় সংস্থাটি। ২০১৮ সালে মার্কেট রাইটস বিক্রি করে আয় হয় ১০০ কোটি মার্কিন ডলার। যদিও মাসব্যাপী আসরের মূল খরচ বহন করে ফিফা। এবারের আয়োজক দেশ কাতার পাবে ১৭০ কোটি ডলার। বিশ্বকাপ আয়োজন, অবকাঠামো, সড়ক, রেলপথ নির্মাণসহ সবকিছু মিলিয়ে প্রায় ২১০ বিলিয়ন ডলার খরচ করেছে কাতার। ফাইন্যান্স এক্সপার্টদের মতে, স্বল্প সময়ে আর্থিকভাবে লাভবান না হলেও পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে কাতার লাভবান হবে। 

 

সর্বশেষ খবর