সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দানবীর খেতাব নিয়ে সন্তুষ্ট এক সময়ের শীর্ষ ধনী বিল গেটস

দানবীর খেতাব নিয়ে সন্তুষ্ট এক সময়ের শীর্ষ ধনী বিল গেটস

১৯৯৫ থেকে ২০১০ সাল, শীর্ষ ধনীর খেতাবটি ছিল বিল গেটসের দখলে। এরপর আবার ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে আসেন। ২০১৭ সালে তাঁকে বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে হটিয়ে দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তবে বর্তমানে রয়েছে ৬ নম্বরে। ‘ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স’-এর তথ্য অনুযায়ী বিল গেটসের সম্পত্তির পরিমাণ এখন ১০৩.৩ বিলিয়ন ডলার বা ১০ হাজার ৩৩০ কোটি ডলার।

একসময় দীর্ঘদিন তিনি ছিলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি। কেবল ধনী নন, বিশ্বের দানবীর ব্যক্তিদের মধ্যে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস অন্যতম। তিনি আবারও তাঁর সম্পদ দাতব্য প্রতিষ্ঠানে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। গেল বছর তাঁর দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে আরও ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার অনুদান দেন। এর আগে বিল গেটস ২০১০ সালে তাঁর সব সম্পদ দান করার ঘোষণা দেন। কিন্তু এরপর থেকে তাঁর সম্পদ দ্বিগুণ হয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে গেটসের সম্পদমূল্য ১০৩.৩ বিলিয়ন মার্কিন ডলার। তবে গেল জুলাই মাসে দান করার আগে সম্পদ ছিল ১১৮ বিলিয়ন ডলার। ২২ বছর আগে বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস মিলে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জানা গেছে, ফাউন্ডেশন থেকে বার্ষিক সহায়তার পরিমাণ ২০২৬ সালের মধ্যে ৫০ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন থেকে ৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। ফাউন্ডেশনে দান করা অর্থ মহামারি,  ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহৃত হবে।

সর্বশেষ খবর