বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুষ্টিয়া-১

বিএনপির বাচ্চুর পক্ষে একাট্টা তৃণমূল

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

বিএনপির বাচ্চুর পক্ষে একাট্টা তৃণমূল

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি থেকে প্রাথমিকভাবে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরা হলেন দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু ও উপজেলা বিএনপির উপদেষ্টা রমজান আলী। তবে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চুর পক্ষে দলের অধিকাংশ নেতা-কর্মী একাট্টা হয়ে মাঠে নেমেছেন।  ২০০৪ সালে বাবা সাবেক প্রতিমন্ত্রী আহসানুল হক মোল্লা এমপির মৃত্যুর পর উপনির্বাচনে কুষ্টিয়া-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার পুত্র রেজা আহমেদ বাচ্চু। সেই থেকে দলের হাল ধরে আছেন তিনি। তবে ব্যক্তিগত কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও এবারের নির্বাচনে লড়তে তিনি কোমর বেঁধে মাঠে নেমেছেন। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালে দলের হাল ধরার পর থেকে রেজা আহমেদ বাচ্চু সব সময় নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। এ কারণে তারা দলের প্রার্থী হিসেবে রেজা আহমেদ বাচ্চুর বিকল্প কাউকে চাইছেন না। তারা জানান, বাচ্চু চূড়ান্ত মনোনয়ন পেলে সব নেতা-কর্মী একজোট হয়ে মাঠে নামবেন। অন্যদিকে রমজান আলীর সঙ্গে নেতা-কর্মীদের কোনো যোগসূত্রই নেই। তিনি অনেক বছর ধরে ঢাকায় বসবাস করেন। দলের কোনো কর্মকান্ডে তাকে কখনই দেখা যায় না। দলের কোনো নেতা-কর্মীর সঙ্গে রমজান আলীর যোগাযোগ নেই। এ কারণে তার পক্ষে কথা বলার মতো মাঠে কোনো কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ খবর