সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রবীণ-নবীনে ভোটযুদ্ধ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

প্রবীণ-নবীনে ভোটযুদ্ধ

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে টানা তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন মহাজোট প্রার্থী শামসুল হক চৌধুরী। প্রবীণ এই সংসদ সদস্যের সঙ্গে এবার ভোটযুদ্ধ করবেন নির্বাচনী রাজনীতিতে নতুন বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি এনামুল হক এনাম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কার্যত ভোটযুদ্ধ হবে দুবারের প্রবীণ সংসদ সদস্যের সঙ্গে নবীন প্রার্থীর।       

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা দুবার সংসদ সদস্য থাকায় পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে মহাজোট প্রার্থীর একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। তাছাড়া প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে রয়েছে দলীয় সাংগঠনিক কমিটি। এর সঙ্গে আছে উন্নয়ন কার্যক্রমের প্রচারণা। ফলে পুরো আসনটিতে মহাজোট প্রার্থীর একটা ইতিবাচক অবস্থান আছে। তবে এর পাশাপাশি মহাজোট প্রার্থীর নেতিবাচক একটা দিকও আছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কিছু বিভক্তি প্রকাশ্যে না থাকলেও ভিতরে থাকার শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। মাঠে আছে পক্ষ-বিপক্ষ প্রতিপক্ষ। পক্ষান্তরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আন্দোলন-সংগ্রামে পুরনো হলেও নির্বাচনের মাঠে নবীন। তবে দীর্ঘদিন ধরে দলীয় নানা কর্মসূচিতে সরব ছিলেন। তাছাড়া সরকারবিরোধী কর্মসূচিতে পশ্চিম পটিয়ার শান্তিরহাটের একটি ঘটনায় আহত এবং মামলায় আটক হওয়াসহ নানা কারণে তার প্রতি দলীয় ও স্থানীয় ভোটারদের একটা ইতিবাচক সহানুভূতি কাজ করবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর