শাশ্বত স্বপনের দ্বিতীয় উপন্যাস 'গন্তব্যহীন দুঃখবিলাস' প্রকাশ করেছে অণুপ্রাণন প্রকাশন। লেখকের প্রথম উপন্যাস ‘হৃদয়ের এপিঠ-ওপিঠ’ বের হয়েছিল ১৯৯৪ সালের বইমেলায় যা ২০১১ সালে ২য় বার মুদ্রণ করেছিল রোদেলা প্রকাশনী। ২০১৩ সালে জিনিয়ান পাবলিকেশন্স থেকে বের হয় গল্পগুচ্ছ ‘ভাদ্র ভাসান’।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা