কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশি দাঁড়িয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যে কষ্ট এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে এআইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে চিন্তিত। এআইইউবি’র যে সকল শিক্ষার্থীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নিয়ে এআইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন। এআইইউবি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সেবাসমূহ প্রদানের জন্য একটি ‘জরুরি সেবা প্রদান টিম (Emergency Response Team)’ গঠন করা হয়েছে। আমরা এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে যথাযোগ্য সহায়তা প্রদান করার জন্য প্রস্তুত।
বিডি প্রতিদিন/এমআই