সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত সাংবাদিক এটি এম তুরাবের পরিবার, আহত কয়েকজন সাংবাদিক ও দুই চোখ হারানো যুবক আলাল আহমদকে আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়াশিংটনভিত্তিক চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’।
সংগঠনটির পক্ষ থেকে এই অনুদান সংশ্লিষ্টদের হাতে তুলে দেন জাতিসংঘ ও হোয়াইটহাউসে বাংলাদেশ বিষয়ে নিয়মিত প্রশ্নকারী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি।
অপরদিকে, সম্প্রতি ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় ‘লাভ শেয়ার বিডি’র পক্ষ থেকে বিপুল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসব উপহারসামগ্রী বিতরণে নেতৃত্ব দেন ‘লাভ শেয়ার বিডি’র পরিচালক ফজলে নওশাদ ভুইয়া, জাহিদ খান ও আরিফ ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই