চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথের হাট বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধের নাম মুহাম্মদ ফরিদ। তিনি পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ১০-১৫ মিনিট ধরে চলে। এ সময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন রশিদ বলেন, সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। বাজারের লোকজনের সঙ্গে কথা বলেছি। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম