চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের সোনাইছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জসিম উদ্দিন (৩৮) ও মিজানুর রহমান (৬০। এদের মধ্যে জসিমের বাড়ি খুলনায়, তিনি চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মিজানুর সোনাইছড়ি এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন ঘোষ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সোনাইছড়ি এলাকায় মহাসড়ক পার হবার সময় চট্টগ্রমমুখী একটি ট্রাকের চাপায় গুরত্বর আহত হন জসিম। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর একইস্থানে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় গুরত্বর আহত হন মিজানুর। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে মৃত্যু হয়। ঘটনার পর পার যানবাহন দুটি চলে যাওয়ায় আটক সম্ভব হয়নি। নিহত দুজনের লাশ স্বজনরা নিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম