চট্টগ্রামের পটিয়া উপজেলার চাঁনখালী খালে বস্তাবন্দি এক মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার ইন্দ্রপুল ব্রিজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি খালের জোয়ারে খালের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভেসে যাচ্ছিল।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, পটিয়া চাঁনখালী খালে ভেসছিল বস্তাবন্ধি একটি মরদেহ। স্থানীয় বাসিন্দা সকাল ১০টার দিকে ভাসমান লাশটি দেখতে খালের পাড়ে ভিড় জমায়। পরে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহটির পরিচয় সনাক্ত ও আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয় শাহাদাত হোসেন অভি জানান, সকালে বস্তাবন্দি লাশটি খালের জোয়ারে ভেসে ভেসে ইন্দ্রপুল ব্রিজের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে ভেসে যাচ্ছিল। লাশটির মুখ মন্ডলসহ কিছু অংশ বস্তার বাইরে ছিল। পরে স্থানীয়রা ব্রিজের দক্ষিণ পাশে রশি দিয়ে আটকে পুলিশে খবর দেয়। সাথে সাথে পুলিশ ও সেনাবাহিনীর দুটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম