চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী টোল রোড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর, চুরি এবং হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মামুন আলী ওরফে কিং আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর, চুরি ও হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মামুন আলী ওরফে কিং আলীকে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে গ্রেফতার করা হয়। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল