ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার জন্য যারা উসকানি ও মদত দিয়েছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন শুধু বিএনপি-জামায়াত এদের মদত দেয়নি, অতি উৎসাহী কিছু আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবী উসকানিমূলক বক্তব্য দিয়েছে। গতকাল রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস্ যুব পার্টির কার্যালয়ে কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।