ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মানুষ বিগত দিনে ভোট দিতে পারেনি। কোনো দল একবার ক্ষমতায় এলে আর ক্ষমতা ছাড়তে চায় না। এ কালচার বন্ধ করতে চাই। পলিটিক্যাল কালচার রিফর্ম করতে চাই। জাতিকে একটি সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র উপহার দিতে চাই।’ গতকাল চট্টগ্রামের হালিশহরে হজরত ওসমান (রা.) জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সভাতেই আমি বলেছি-আমি দুর্নীতি করি না, ঘুষ খাই না। আমার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে চাই। এ মন্ত্রণালয়ের কেউ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’