ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে ডিজিটাল আইনের একটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালত এ রায় দেন। ২০২১ সালের ২৫ এপ্রিল কুমিল্লার বাঙ্গারা বাজার থানায় বাঙ্গারা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর উত্তরপাড়া মনিরুল হকের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ আগস্ট তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তৎকালীন বাঙ্গারা বাজার থানার এসআই রনি চৌধুরী। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, মামলাটিতে গতকাল আদালতে অভিযোগ গঠনের দিন রাষ্ট্রপক্ষ হাজির ছিল। তবে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান পাননি। তাই একমাত্র আসামি নূরকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দিয়েছেন।